একটি অফিসে অনেক মানষিকতার সহকর্মী থাকেন। তাদের কেউ কেউ ভাল আবার কেউ কেউ হযবরল টাইপের হয়। তাই কয়েকটি সহজ অথচ সুন্দর পদ্ধতি অনুসরন করে আপনি হয়ে উঠতে পারেন সকলের কাছে গ্রহনীয় একজন সহকর্মী। অফিসের সবার সাথে যদি ভাল সম্পর্ক থাকে তবে আপনি সেই অফিসে অনেক দিন টিকে থাকতে পারবেন। কোন সমস্যা হলেও আপনাকে সহায়তা করবে অন্য সবাই। এজন্যই অনেক দক্ষ ব্যক্তি কিছুতেই চান না নিজের অফিসের কোন একজন কলিগ বা সহকর্মী তাকে খারাপ জানুক। আরেকটি বিষয় মনে রাখবেন, অফিসে সহকর্মীদের কারনেই আপনি বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। সে জন্য আপনি যে বিষয়গুলি অবশ্যই ফলো করবেন- ১। অফিসের প্রথম দিনঃ অফিসের প্রথম দিন হচ্ছে স্মরনীয় একটি দিন। এই দিন আপনি হয়তোবা সবার সাথেই পরিচিত হবার সুযোগ পেয়ে থাকবেন। আর যদি না পান তবে ধীরে ধীরে অফিসের যে যে ব্যক্তির সাথে আপনার কাজ করতে হবে তাদের সবার সাথেই হাসিমুখে পরিচয় করে নিন। ঠান্ডা নরম সুরে কথা বলুন, বুঝিয়ে দিন আপনি এই অফিসে কী কাজ করবেন, আপনাকে যেন সাহায্য করেন সে জন্য বিনীত অনুরোধ করুন। আন্তরিকতা দেখান, আপনি কাজ ভাল পারেন এটা একবারের জন্যও না বলে কাজে দুর্বল সেটাই বলু