বেকার যুবক / যুবতিদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং শহর, গ্রাম, গঞ্জের সাধারণ মানুষদের দোরগোড়ায় সহজলভ্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ এর শাখা ইউনিয়ন ও থানা পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে । তাই নিজ নিজ থানায় সবুজ ছাতা চিহ্নিত কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য সেন্টার ডিরেক্টর পদে পুরুষ / মহিলা জরুরী আবশ্যক।
বিঃদ্রঃ একাধিক বার ও একাধিক পদে আবেদন করা যাবেনা ।
বিঃদ্রঃ একাধিক বার ও একাধিক পদে আবেদন করা যাবেনা ।
আবেদনের যোগ্যতাঃ-
০১। স্নাতক / স্নাতকত্তোর / সমমান ।
০২। প্রার্থীকে সাংগঠনিক কাজে দক্ষ্য হতে হবে ।
০৩। ক্লিনিক ব্যাবস্থাপনা, টীম গঠন, পরিচালনা, মনিটরিং, সুপারভিশন ও প্রতিবেদন তৈরীর যোগ্যতা থাকতে হবে ।
বেতন -ভাতা ও অন্যান্য সুবিধাঃ-
০১। শিক্ষানবিস মূলক কাজের সময় (প্রথম ২ / ৩ মাস) ১২,০০০/- হতে ১৪,০০০/- ।
০২। শিক্ষানবিস মূলক কাজ শেষে ১৭,৫০০/- , পরে বাড়বে ।
০৩। এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।
০৪। বেতন – ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে চুড়ান্ত করা হবে।
০১। শিক্ষানবিস মূলক কাজের সময় (প্রথম ২ / ৩ মাস) ১২,০০০/- হতে ১৪,০০০/- ।
০২। শিক্ষানবিস মূলক কাজ শেষে ১৭,৫০০/- , পরে বাড়বে ।
০৩। এছাড়া উৎসব বোনাস, প্রফিট বোনাস, টি.এ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বিবিধ সুবিধা দেয়া হবে ।
০৪। বেতন – ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে চুড়ান্ত করা হবে।
আগ্রহী প্রার্থীদের ই-মেইল, মোবাইল নম্বর, পদের না সহ আগামী ১১ এপ্রিল ১৭ ইং তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় ডাক / কুরিয়ার এর মাধ্যমে অথবা অনলাইনে পাঠাতে হবে ।
এছারাও হেড অফিসে নির্ধারিত আবেদন ফরমে সরাসরি সাক্ষাত পত্রের মাধ্যমে নিয়োগ চুড়ান্ত করা হবে ।
চূড়ান্তভাবে নির্বাচিতদের নিজ এলাকা থেকে ২ / ৩ মাস প্রশিক্ষণ মূলক কাজ করিয়ে তৈরী করে নেয়া হবে, তাই অভিজ্ঞতার প্রয়োজন নাই ।
এছারাও হেড অফিসে নির্ধারিত আবেদন ফরমে সরাসরি সাক্ষাত পত্রের মাধ্যমে নিয়োগ চুড়ান্ত করা হবে ।
চূড়ান্তভাবে নির্বাচিতদের নিজ এলাকা থেকে ২ / ৩ মাস প্রশিক্ষণ মূলক কাজ করিয়ে তৈরী করে নেয়া হবে, তাই অভিজ্ঞতার প্রয়োজন নাই ।
D.M.F / D.H.M.S / সমমান চিকিৎসক এবং অভিজ্ঞদের সরাসরি নিয়োগ দেওয়া হবে ।
বরাবর,
মোঃ মাকছুদুল ইসলাম,
জেনারেল ম্যানেজার
সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠান ।
গভঃ রেজীঃ নং – সি – ৮৪৩৮০ / ১০
হেড অফিসঃ- ১/৪, ব্লক- ডি, সেকশন- ১১, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।
পথ নির্দেশঃ- পূরবী সিনেমা হল থেকে পুর্ব দিকে কালশী রোড আল-ফুয়াদ কমিউনিটি সেন্টার-২ এর বিপরীত পাশে ।
মোঃ মাকছুদুল ইসলাম,
জেনারেল ম্যানেজার
সবুজ ছাতা হেলথ কেয়ার লিঃ
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠান ।
গভঃ রেজীঃ নং – সি – ৮৪৩৮০ / ১০
হেড অফিসঃ- ১/৪, ব্লক- ডি, সেকশন- ১১, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।
পথ নির্দেশঃ- পূরবী সিনেমা হল থেকে পুর্ব দিকে কালশী রোড আল-ফুয়াদ কমিউনিটি সেন্টার-২ এর বিপরীত পাশে ।
সুত্র ---
Comments
Post a Comment
Waiting for your replied