সিকিউরিটি গার্ডের চাকরির খবর
নিরাপত্তা প্রহরি নিয়োগ বিইজ্ঞপ্তি। একটি স্বনামধন্য গ্রুপ ইন্ডাস্ট্রিজ -এ কিছু সংখ্যক প্রহরী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য ২৬ ও ২৭ জুলাই নিম্নের ঠিকানাউ উপস্থিত থাকতে বলা হয়েছে।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ২০টি
শিক্ষাগত যোগ্যোতাঃ এসএসসি
উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি
বয়সঃ ২৫ থেকে ৪৫ বৎসর
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছর
বেতন-ভাতাঃকোম্পানির নিয়ম আনুয়ায়ী আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুবিদা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ও জীবনবৃত্তান্ত সহ ২৬ ও ২৭ জুলাই ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নিম্নের ঠিকায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানাঃ
সম্রাট ইন্ডাস্ট্রিজ
৩২৬/এ, টঙ্গি বা/এ, গাজীপুর।
(টঙ্গী বাজার, সেনা কল্যান ভবনের পশ্চিম পাশে)
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিনঃ ১৬/০৭/২০১৯
Comments
Post a Comment
Waiting for your replied