এএমসিতে চাকরি দিচ্ছে সেনাবাহিনী-চাকরির বাজার ডট কম
সম্প্রতি বাংলাদেশ সেনা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।বাংলাদেশ সেনাবাহিনীতে ২২তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।সেনা বাহিনির চাকরিতে আগ্রহীরা আগামী ২৭ জুলাই ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ ২২তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি
ক্যাটাগরির নামঃ ১. কার্ডিওলজিস্ট ২. নিউক্লিয়ার মেডিসিন ৩. রেডিয়েশন অনকোলজিস্ট ৪. মেডিকেল অনকোলজিস্ট ৫. সার্জিক্যাল অনকোলজিস্ট ৬. পালমোনোলজিস্ট ৭. অর্থোপেডিক সার্জন ৮. ইন্টারনাল মেডিসিন ৯. গ্যাস্ট্রোএন্টারোলজি ১০. এন্ডোক্রাইনোলজি ১১. ইনটেনসিভিস্ট ১২. নিউরো সার্জন
> আরও পড়ুন- বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন
শিক্ষাগত যোগ্যতাঃ এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি/মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত
বয়সঃ ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর
নাগরিকত্বঃ জন্মসূত্রে বাংলাদেশি
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত
বিস্তারিতঃ বিস্তারিত জানতে বাংলাদেশ বিমান বাহিনীর সার্কুলার দেখুন-
আবেদনের নিয়মঃ আগ্রহীরা www.joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়ঃ ২৭ জুলাই ২০১৯
চাকরির বাজার এর আগেই নিচের চাকরির খবর গুলি প্রকাশ করেছিলঃ
ডাক বিভাগে একাধিক পদে চাকরির সুযোগ/cakorir bazar dot com. সরকারি চাকরির খবর ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি - চাকরির বাজার ডট কম. ডাক অধিদফতরের সহকারী নিয়ন্ত্রকের ( স্ট্যাম্পস) কার্যালয়ে ৮টি পদে ১৫ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ডাক বিভাগ সার্কুলার
Comments
Post a Comment
Waiting for your replied