চাকরির বাজার ডট কম এমন একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যম যেখানে শুধু চাকরির খবর প্রকাশ করা হয়। প্রতিদিন এখানে বেকার যুবক যুবতি ও চাকরির প্রত্যাশীদের হিড়িক পরে থাকে। অগণিত পাঠকের উপস্থিতিতে মুখরিত থাকে চাকরির বাজার ডট কম। অনেকে আসেন ফেইসবুক টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যমের লিংকের মাধ্যমে। অনেকে আসেন গুগল ইয়াহু ইত্যাদি সার্চের মাধ্যমে। তবে সব চেয়ে বেশী সংখ্যক পাঠক আসেন www.cakorirbazar.com ইউআরএল টি টাইপিং করে। তারপরের অংখ্য আসে চাকরির খুজার জনপ্রিয় অ্যাপস চাকরির বাজার অ্যাপস এর মাধ্যমে।
চাকরির বাজার ডট কম প্রতিদিন অসখ্য সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, এনজিও চাকরির খবর, ঔষধ কোম্পানীর চাকরির খবর, ইঞ্জিনিয়ারিং চাকরির খবর সহ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি, সিকিউরিটি সুপারাভাইজার/সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি শত কতো শত ধরনের চাকরির খবর প্রকাশ করা হয় তা গুনে বলা সম্ভব নয়। এতো এতো নিয়োগ বিজ্ঞপ্তি আর চাকরির খবর চাকরির বাজার ডট কম কে জনপ্রিয়তার উচ্চতর স্থানে নিয়ে যাচ্ছে। যার ধারানাহিকতায় চাকরির বাজার হবে একদিন চাকরির বৃহত্তম বাজার।
চাকরির বাজার ডট কম যে শুধুমাত্র বাংলাদেশের পাঠক দিয়ে এতো জনপ্রিয়তা অর্জন করেছে তা নয়। তবে হ্যা চাকরির বাজার এ বাংলাদেশের পাঠক সংখ্যা সবচেয়ে বেশি। আর দ্বিতীয় স্থানে আছে অ্যামেরিকা বা মার্কিন যুক্তরাজ্য। রয়েছে সিংগাপুর, ভারত , দুবাই সৌদি আরব, ইউরোপের অনেক গুলি দেশ সহ পৃথিবীর প্রায় সব দেশের পাঠক। কারণ চাকরির বাজার দেশ বিদেশের চাকরির খবর প্রকাশ করে থাকে।
চাকরির বাজার ডট কম সর্বদা পাঠকের কথা চিন্তা করেই চাকরির খবর প্রকাশ করে থাকে। চাকরির বাজার এ একেক জন পাঠক একেক রকমের চাকরির খবর খুজতে আসেন। চাকরির বাজার সেই বিষয় গুলি মাথায় রেখে ভিন্ন ভিন্ন চাকরির সংবাদ প্রকাশ করে থাকে। তাই চাকরির বাজার ডট কম রাতারাতি পাঠক প্রিয়তা অর্জন করেছে।
চাকরির বাজার ডট কম চাকরির বাজার অনেক দূর এগিয়ে যাবে আপনাদের মতো পাঠকেদের ভালবাসাকে পুজি করে। সেই ভালবাসার ঋন শোধ করে যাবে চাকরির বাজার পাঠকদেরকে জন্য প্রতিদিন নিত্যনতুন চাকরির প্রকাশ করে তার বুকে।
প্রিয় চাকরির প্রত্যাশী/চাকরির জিবি/ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা লিখুন চাকরির বিষয়ে চাকরির বাজার ডট কম এর জন্য। আপনার লেখা শ্রদ্ধা ও সম্মানের সহিত প্রকাশ করা হবে চাকরির বাজার ডট কম এ।
লেখা পাঠানোর ঠিকানা - cakrirbazar@gmail.com অথবা চাকরির বাজার ফেইসবুক গ্রুপ অথবা চাকরির বাজার ফেইসবুক পেইজ
চাকরির বাজার ডট কম
Comments
Post a Comment
Waiting for your replied