নিয়োগ বিজ্ঞপ্তি লিজেন্ড কলেজ, সাভার, ঢাকা।
লিজেন্ড ট্রান্স কর্তৃক পরিচালিত সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত লিজেন্ড কলেজ, সাভার ঢাকা এর নিম্নোক্ত পদে প্রতিষ্ঠানের অর্থে শিক্ষক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সপেক্ষে আগামী ১৭/০৭/২০১৯ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হলো।
পদের নামঃ প্রভাষক (আইসিটি)
পদ সংখ্যাঃ ১টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (সম্মান) ২য় শ্রেনীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্টপ বিষয়ে ২ শ্রেনীর স্নাতক ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
শর্তাবলিঃ প্রার্থীকে ডিজিটাল লিটারেসি, Communication Skill, বাচনিক দক্ষতা সম্পন্ন হতে হবে। এছাড়া শ্রেনী অধিবেশন পরিচালনার জন্য Content Development, উপস্থাপনা, সৃজনশীল প্রশ্ন প্রণোয়ন যোগ্যতা থাকতে হবে। অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহন ও মূল্যায়ন দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতাঃ সাকুল্যে ১৩,২০০/- এবং ২ ঈদ বোনাস ও বাৎসরিক নির্ধারিত ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
পদ সংখ্যাঃ ২টি
শিক্ষাগত যোগ্যতাঃ সহকারী শিক্ষকের ক্ষেত্রে বিএসসি / পদার্থ/ গণিত/ রসায়ন বিষয়ে স্নাতক
শর্তাবলিঃ প্রার্থীকে ডিজিটাল লিটারেসি, Communication Skill, বাচনিক দক্ষতা সম্পন্ন হতে হবে। এছাড়া শ্রেনী অধিবেশন পরিচালনার জন্য Content Development, উপস্থাপনা, সৃজনশীল প্রশ্ন প্রণোয়ন যোগ্যতা থাকতে হবে। অনলাইন ভিত্তিক পরীক্ষা গ্রহন ও মূল্যায়ন দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতাঃ সাকুল্যে ১০,০০০/- এবং ২টি আংশিক ঈদ বোনাস ও বাৎসরিক নির্ধারিত ইনক্রিমেন্ট প্রদান করা হবে।
স্থানঃ কলেজ ক্যাম্পাস।
মৌখিক পরীক্ষা- ১৯/০৭/১৯ বিকাল ৩:৩০টা।
সূত্রঃ বিডি জবস ডট কম
Comments
Post a Comment
Waiting for your replied