আজকের চাকরির বাজার এনজিও চাকরির খবর। সৃজুন ফাউন্ডেশন জ্জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থ্যা। বর্তমানে ৩৫ জেলার ২০০টি শাখার মাধ্যমে রায় ১৫ লক্ষ উপকারভোগীর মধ্যে PKSF সহ বিভিন্ন দেশী বিদেশী দাতা সংস্থার অর্থায়নে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।অত্র প্রতিষ্টানে " সঞ্চয় ও ঋন কর্মসূচী" তে নিয়োগ বিজ্ঞপ্ততিতে উল্লেখিত জেলা গুলিতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে সৎ, মেধাবী ও কঠোর প্পরিশ্রমী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সৃজনী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ১৫টি
বয়সঃ ৩৮ বছর পর্যন্ত
বেতনঃ সংস্থা কর্তৃক নির্ধারিত গ্রেড ৯তম
পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ২৫টি
বয়সঃ ৩৮ বছর পর্যন্ত
বেতনঃ সংস্থা কর্তৃক নির্ধারিত গ্রেড ১১তম
পদের নামঃ জুনিয়র অডিট ও মনিটরনিং অফিসার
পদ সংখ্যাঃ ১৫টি
বয়সঃ ৩৮ বছর পর্যন্ত
বেতনঃ সংস্থা কর্তৃক নির্ধারিত গ্রেড ১২তম
আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত।
আবেদনের ঠিকানা সহ আরো বিস্তারিত জানতে নিচের প্রকাশিত সৃজনী ফাউন্ডেশন চাকরির সার্কুলার এ দেখুন-
টাগ সমূহঃ
Comments
Post a Comment
Waiting for your replied