মেডিকেল কলেজ চাকরির খবর। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়নামতি মেডিকেল ও হাসপাতাল। ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল মেট্রন ও সহকারী মেট্রন , স্টাফ নার্স পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অফিস চলা কালীন সময়ে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কাগজপত্র ও আবেদন প্ত্র হাসপাতাল পরিচালক বরাবর জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
ময়নামতি মেডিকেল ও কলেজ হাসসপাতাল
বারপাড়া, কুলিল্লা,
ফোনঃ ০৮১-৭৩৯৩০
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন আজকের ২৮/০৯/২০১৯টাগ সমূহঃ
Comments
Post a Comment
Waiting for your replied