সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এলিগেন্স গ্রুপ। আগ্রহীর যোগ্য প্রার্থীরা সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত।
পদের নামঃ সিকিউরিটি গার্ড
বেতনঃ আলোচনা সাপেক্ষে
পদসংখ্যা; অনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতা। এসএসসি পাশ / এইচএসসি পাশ
অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ৫ বছর
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
কর্স্থমলঃ গাজীপুর
চাকরির দায়িত্ব সমূহঃ
- প্রবেশ ও বর্হিগমন ফটক (Entry & Exit Gate) এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
- আগত দর্শনার্থীদের প্রাথমিক তথ্য প্রদান ও ভিজিটর কার্ড প্রদান করা।
- যে কোন ধরনের আকষ্মিক দুর্ঘটনা প্রতিরোধে তড়িৎ ব্যবস্থা গ্রহন করা।
- কার্যালয়ে অনাকাংখিত ও অনঅনুমোদিত ব্যাক্তি ও বস্তুর প্রবেশকে কঠোর ও সতর্কতার সাথে নিয়ন্ত্রন করা ।
- কোম্পানির জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিকিউরিটি ইনচার্জ এর পরামর্শ অনু্যায়ী যথাযথ পূর্বসতর্কতা অনুসারে কাজ সম্পাদন করা।
- প্রতিদিন ফ্যাক্টরী সাইট ও সিকিউরিটি পোস্ট পরিদর্শন করা।
- অফিস চলাকালিন সময়ে কোন কর্মী Gate Pass বা Register ছাড়া মুল গেইটের বাহিরে যেতে পারবেনা, এ বিষয় নিশ্চিত করা।
- কাউকে সন্দেহজনক মনে হলে সাথে সাথে তার কারন অনুসন্ধান করা এবং প্রয়োজনে প্রশাসন বিভাগকে জানাতে হবে।
- সব ধরনের গাড়ী বা শীপমেট গাড়ী প্রবেশ ও বাহির এর সময় ভালভাবে 7 Point & 5 point চেক করা ও রেকর্ড করা।
- গাড়ী Scale বা ওজন করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোন কিছু বা কেউ গাড়ীর ভিতরে না থাকে।
- কর্তব্যরত অবস্থায় নিরাপত্তা কর্মীদের Dress code ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয় সমূহঃ
- বয়স সর্বনিম্ন ৩২ বছর
- শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা ।
- ভবন নিরাপত্তা ও অগ্নি নির্বাপনের কলাকৌশলে প্রশিক্ষণ প্রাপ্তদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
- সামরিক বাহিনী/বিজিবি এর প্রাক্তন সদস্যগনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
- চৌকশ ও বিশ্লেষণ ধর্মী হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীগনকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, অভিজ্ঞতা সনদপত্র এবং দুইজন (অনাত্মীয়) সনাক্তকারীর নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানাঃ মানব সম্পদ বিভাগ AJ Heights, চ/৭২/ডি, প্রগতি সরণী উত্তর বাড্ডা, ঢাকা -১২১২, বরাবরে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ অক্টোবর ১০, ২০১৯
সূত্রঃ
Comments
Post a Comment
Waiting for your replied