সিলেটের সবচেয়ে ভালো ড্রাইভিং স্কুল - সিলেট কার ড্রাইভিং স্কুল - Best driving school in Sylhet - সিলেটের সবচেয়ে ভাল ড্রাইভিং স্কুল - sylhet car driving school - বিসমিল্লাহ কার ড্রাইভিং স্কুল
বিডি জবস মিডিয়া আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সিলেটের সর্বোচ্চ মানের ড্রাইভিং শেখার নির্ভর যোগ্য প্রশিক্ষণ প্রতিষ্টান বিসমিল্লাহ কার ড্রাইভিং স্কুল এর আলোচনা নিয়ে। সিলেটের তুমিল জনপ্রিয় ও #মর্ডান_ড্রাইভিং_স্কুল হচ্ছে বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল। সিলেটের বিসমিল্লাহ ড্রাইভিং স্কুলের জনপ্রিয়তা অন্য ড্রাইভিং শেখার প্রতিষ্টানের কাছে ঈর্ষানিত প্রতিষ্টান। এখানে গতানুগতিকতার বাইরে অধুনিক পদ্ধতিতে পুরুষ মহিলাদের কার ড্রাইভিং শেখানো হয়। আমরা যারা গুগোলে সার্চ করে #সিলেটের_ড্রাইভিং_স্কুল বা সিলেটের ভালো মানের ড্রাইভিং স্কুল খোঁজে থাকি আমার আজকের ব্লগটি পোস্ট তাদের জন্য।
আমাদের দেশে বিভিন্ন পেশার মানুষ আছে। তারা বিভিন্ন ধরনের কাজ করে আয় করেন। এদের মধ্যে কেউ ড্রাইভিং পেশার মাধ্যমে অর্থ আয় বা উপার্জন করে থাকেন। অর্থাৎ তাদের মূল পেশাই হল ড্রাইভিং। আমাদের দেশের প্রেক্ষাপটে ড্রাইভিং একটি সম্ভবনাময় পেশা। কিন্তু গাড়ি চালাতে হলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ধারণা থাকতে হয়। এগুলোর ব্যবহার ভালভাবে শিখলে ড্রাইভিং শিখে দক্ষতা অর্জন করা যায়। আবার রাস্তায় গাড়ি চালানোর জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন , ট্রাফিক আইন ও ট্রাফিক সিগন্যালগুলো সম্পর্কে জানতে হয়। এ সকল বিষয়গুলি সম্পর্কে জানা থাকলে খুব সহজেই ড্রাইভিং শেখা যায় এবং ড্রাইভিং পেশায় যুক্ত হয়ে চাকুরি করে অর্থ উপার্জন করা যায়। বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনষ্টিটিউট ড্রাইভারদের পূর্ণাঙ্গ ও সঠিক পদ্ধতিতে চালানো শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলে এবং তারা যেন অর্থ উপার্জন করতে পারে সে ব্যবস্থা করে দেয়।
আসুন জেনে নেই বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল সমন্ধেঃ
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল সিলেটের টিবি গেইট, পূর্ব শাহী ঈদগাহ, এলাকায় অবস্থিত। সরাসরি যোগাযোগের আপনি আম্বরখানা থেকে টিলাগড় অথবা টিলাগড় থেকে আম্বরখানা রোডে চলাচল করা যেকোন গাড়িকে টিবি গেইট, পূর্ব শাহী ঈদগাহ স্কলার হোম স্কুলের সামনে নিয়ে যেতে বললেই চলবে। গাড়ি থেকে নেবে স্কলার্স হোম স্কুলের ঠিক বিপরিত দিকে বা রাস্তার ওপারে দেখতে পারবেন বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুলের অফিস। এছাড়া আপনি চাইলে মোবাইলে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন। মোবাইল নাম্বার হচ্ছে 01781-589827 ।
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল এর সুযোগ সুবিদা সমূহঃ
- অটো ও ম্যানুয়্যাল উভয় গাড়িতে ড্রাইভিং শিখার ব্যবস্থা।
- দক্ষ ইনষ্ট্রাক্টর দ্বারা ম্যাকানিজম ক্লাস ও বি,আর,টি এর ইনষ্ট্রাকটর দ্বারা থিউরি ক্লাস নেয়া হয়।
- মহিলাদের প্রশিক্ষণের সু-ব্যবস্থা।
- কম খরচে ড্রাইভিং লাইসেন্স করার সুযোগ এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদানের ব্যব¯’া।
- চাকুরিজীবিদের জন্য ড্রাইভিং শিখার আলাদা ব্যবস্থা।
- ড্রাইভিং কার শিখার পাশাপাশি মোটর সাইকেল কোর্স করারও ব্যবস্থা রয়েছে।
- ড্রাইভারদের যদি ড্রাইভিং করা অভিজ্ঞতা থাকে এবং লাইসেন্সের মেয়াদ ২ বছর হয় তাহলে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকুরি দেয়া হয়।
- অটো এবং ম্যানুয়াল উভয় গাড়ি চালানো শেখানো হয়
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল এ ড্রাইভিং শিখতে কতো টাকা লাগতে পারে?
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল এ কার ড্রাইভিং ট্রেনিং নিতে খরচ পড়ে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম। সিলেট বিসমিল্লাহ ড্রাইভিং স্কুল এ রয়েছে ১০ দিনের শর্টকোর্স, ২০ দিনের মিডিয়াম কোর্স এবং ৩০ দিনের ফুল কোর্স। কোর্সগুলি করতে খরচ কেমন হবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হল:
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল কার ট্রেনিং কোর্স বিবরণীঃ
লং কোর্স: ৬৫০০ টাকা, মোট ক্লাস ৩০ টি, এর মধ্যে প্রাকটিক্যাল ক্লাস ২২ টি, ইঞ্জিন ক্লাস ৪ টি ও থিওরি ক্লাস ৪ টি।
মিডিয়াম কোর্স: ৪৫০০ টাকা, মোট ক্লাস ২০ টি, এর মধ্যে প্রাকটিক্যাল ক্লাস ১২ টি, ইঞ্জিন ক্লাস ৪ টি ও থিওরি ক্লাস ৪ টি।
শর্ট কোর্স: ২৫০০ টাকা, মোট ক্লাস ১০ টি, এর মধ্যে প্রাকটিক্যাল ক্লাস ৫ টি, ইঞ্জিন ক্লাস ৩ টি ও থিওরি ক্লাস ২ টি।
অবশ্যই উপরোক্ত কোর্স গুলি বিশেষ কারণে পরিবর্তন হয়ে থাকে। যেমন তেল গ্যাসের দাম বেড়েছে কিংবা কমে গেছে ইত্যাদি। এছাড়া আলোচনার করেও কম বেশি করা যায়।
এছাড়া বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল এ রয়েছে বিভিন্ন অফার সমূহঃ
অফার নাম্বার ১
ড্রাইভিং কোর্স কোনটি কার জন্য:
১. যদি কেউ কখনো ড্রাইভিং না শিখে থাকে তাহলে তার জন্য ফুল কোর্স প্রযোজ্য। তবে কেউ চাইলে সর্ট কোর্স বা মিডিয়াম কোর্স করতে পারে। আবার করতে পারেন ঘন্টা ভিত্তিক কোর্স।
২. যারা অনেকদিন আগে ড্রাইভিং শিখেছেন কিন্তু হাত বসে গেছে তাদের জন্য সর্ট কোর্স বা মিডিয়াম কোর্স অথাবা রয়েছে ঘন্টা হিসেবে ট্রেনিং কোর্স।
বিসমিল্লাহ মটর ড্রাইভিং স্কুল
যোগাযোগ: টিবি গেইট, পূর্ব শাহী ঈদগাহ, (স্কলার্স হোম স্কুল অথবা হার্ট ফাউন্ডেশন হাসপাতের বিপরীত), সিলেট-৩১০০
হটলাইন:
01781-589827
টাগ সমূহঃ
Comments
Post a Comment
Waiting for your replied